March 8, 2021, 11:46 am
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৭জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৩৪ হাজার ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮২টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৩৫ জন এবং উপজেলার ২ জন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৪২টি নমুনা পরীক্ষায় ৭জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৩৬টি নমুনা পরীক্ষায় ৮জনের করোনা শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় ১৫জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১০টি নমুনা পরীক্ষায় ৫জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন বলেন, করোনার টিকা কার্যক্রমের সপ্তম দিনে টিকা নিয়েছেন ২৩ হাজার ৪৭৩ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ১১ হাজার ১৪৪ জন এবং উপজেলায় ১২ হাজার ৩২৯ জন। এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ১১৫ জন টিকা গ্রহণ করেছেন।
Leave a Reply